৪ ঘন্টা আগে
১৪ ঘন্টা আগে
ছবি: পেক্সেলস
যুক্তরাষ্ট্রের শুল্কারোপকে কেন্দ্র করে সৃষ্ট অনিশ্চয়তাকে এর কারণ হিসেবে দেখছে তারা
আগের ধারণার চেয়ে এ বছর স্মার্টফোন বিক্রি আরও কমতে পারে। কাউন্টারপয়েন্ট রিসার্চের পূর্বানুমানেও বিষয়টি স্পষ্ট। ২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোন বিক্রির প্রবৃদ্ধির হার ৪.২ শতাংশ থেকে কমিয়ে ১.৯ শতাংশ বলে পূর্বাভাস করেছে গবেষণা প্রতিষ্ঠানটি। যুক্তরাষ্ট্রের শুল্কারোপকে কেন্দ্র করে সৃষ্ট অনিশ্চয়তাকে এর কারণ হিসেবে দেখছে তারা। খবর রয়টার্সের।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুল্ক আরোপ করে একের পর এক ঘোষণা দেন গত ২ এপ্রিল। এতে অ্যাপলের মতো প্রতিষ্ঠানও তাদের সাপ্লাই-চেইনে পরিবর্তন আনতে বাধ্য হয়েছে। চীনের বদলে ভারতে পণ্য সংযোজন বাড়িয়েছে। অবশ্য, ৯০ দিনের স্থগিতাদেশের অংশ হিসেবে স্মার্টফোনসহ অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসের ওপর শুল্ক আরোপ স্থগিত রেখেছে যুক্তরাষ্ট্র।
ক্রমবর্ধমান ভূ-রাজনৈতিক উত্তেজনা এবং পাল্টাপাল্টি শুল্কারোপের মধ্যে যেসব প্রতিষ্ঠান এরই মধ্যে বাজার হারাতে বসেছে, কাউন্টারপয়েন্টের পূর্বানুমান তাদের জন্য নতুন চ্যালেঞ্জ সৃষ্টি করবে।
অ্যাপল সারা বিশ্বে বছরে ২২ কোটির বেশি আইফোন বিক্রি করে, যুক্তরাষ্ট্রে মোট আইফোন আমদানির এক-পঞ্চমাংশ এখন ভারত থেকে আসে, বাকিটা আসে চীন থেকে।
গত মাসে, ইন্টারন্যাশনাল ডেটা করপোরেশন (আইডিসি) শুল্কজনিত অর্থনৈতিক অনিশ্চয়তা এবং ভোক্তা ব্যয়ের সংকোচনকে কারণ হিসেবে দেখিয়ে তাদের ২০২৫ সালের বিশ্বব্যাপী স্মার্টফোন বিক্রির প্রবৃদ্ধির পূর্বাভাস ২.৩ শতাংশ থেকে কমিয়ে ০.৬ শতাংশে এনেছিল।
ক্যানন বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর অন্যতম। ক্যামেরা, ইমেজিং ও প্রিন্টিং পণ্যের জন্য প্রতিষ্ঠানটির সুনাম বিশ্বজুড়ে। জাপানে...