ছবি: সংগৃহীত
অ্যাপল ওয়াচে আগে থেকেই একটি ফ্ল্যাশলাইট ফিচার রয়েছে। এটি ওয়াচের ডিসপ্লে উজ্জ্বলতা বাড়িয়ে সম্পূর্ণ সাদা আলো তৈরি করে। অন্ধকার পরিবেশে এটি দেখতে সহায়তা করে। কিন্তু সবসময় এটি সহায়ক নয়। কেননা আলো ব্যবহারের জন্য ঘড়ির ডিসপ্লে ঘুরিয়ে সামনে ধরতে হয়।
ভবিষ্যতে বাজারজাতের অপেক্ষায় থাকা স্মার্টওয়াচগুলোতে ফ্ল্যাশলাইট যুক্ত করার কথা ভাবছে অ্যাপল। সম্প্রতি একটি পেটেন্ট আবেদনে মডিউলার লাইট অ্যাসেম্বলি ফর এ ওয়্যারেবল ডিভাইসের তথ্য উঠে এসেছে।
পেটেন্ট আবেদনে ফ্ল্যাশলাইটটি স্মার্টওয়াচে কীভাবে যুক্ত করা হবে সে বিষয়েও তথ্য দেয়া হয়েছে। ফলে এটি কোথায় থাকবে, কীভাবে কাজ করবে সে বিষয়ে সহজেই জানা যাবে। অ্যাপল ওয়াচে আগে থেকেই একটি ফ্ল্যাশলাইট ফিচার রয়েছে। এটি ওয়াচের ডিসপ্লে উজ্জ্বলতা বাড়িয়ে সম্পূর্ণ সাদা আলো তৈরি করে। অন্ধকার পরিবেশে এটি দেখতে সহায়তা করে। কিন্তু সবসময় এটি সহায়ক নয়। কেননা আলো ব্যবহারের জন্য ঘড়ির ডিসপ্লে ঘুরিয়ে সামনে ধরতে হয়।
প্রাপ্ত তথ্যানুযায়ী, নতুন ডিজাইনের মাধ্যমে কুপারটিনোর প্রযুক্তি জায়ান্টটি ওয়াচের ব্যান্ডে ফ্ল্যাশলাইট যুক্ত করবে। এর মাধ্যমে ফ্ল্যাশলাইটটিকে টর্চের মতো ব্যবহার করা যাবে। সূত্র: গিজমোচায়না।
উজ্জ্বল এ গমেজ
অধ্যাপক ড. খন্দকার আব্দুল্লাহ আল মামুন। গবেষক ও ডিজিটাল হেলথ সিস্টেমের একজন বিশেষজ্ঞ। উদ্ভাবন...