মঙ্গলবার

ঢাকা, ৮ জুলাই ২০২৫

সর্বশেষ


খবর

ভারতে তৈরি আইফোনের প্রায় সবই যাচ্ছে যুক্তরাষ্ট্রে

প্রকাশ: ১৪ জুন ২০২৫, বিকাল ৫:৩৫

টেকওয়ার্ল্ড প্রতিবেদক

Card image

ছবি: অ্যাপল

অ্যাপলের হয়ে আইফোনগুলো তৈরি করে তাইওয়ানের ফক্সকন গ্রুপ। চলতি বছরের মার্চ থেকে মে পর্যন্ত ভারত থেকে ৩ হাজার ২০০ কোটি ডলারের আইফোন রপ্তানি করে ফক্সকন, যার প্রায় পুরোটাই যায় যুক্তরাষ্ট্রে। অথচ গোটা ২০২৪ সালে এই রপ্তানির পরিমাণ ছিল ৩ হাজার ৭০০ কোটি ডলার

গত তিন মাসে ভারতে তৈরি আইফোনের ৯৭ শতাংশ পাঠানো হয় যুক্তরাষ্ট্রে। ২০২৪ সালেও পরিমাণটা ৫০ শতাংশের আশপাশে ছিল। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, চীনা পণ্যে যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্ক এড়াতে এমন উদ্যোগ নেয় অ্যাপল।

অ্যাপলের হয়ে আইফোনগুলো তৈরি করে তাইওয়ানের ফক্সকন গ্রুপ। চলতি বছরের মার্চ থেকে মে পর্যন্ত ভারত থেকে ৩ হাজার ২০০ কোটি ডলারের আইফোন রপ্তানি করে ফক্সকন, যার প্রায় পুরোটাই যায় যুক্তরাষ্ট্রে। অথচ গোটা ২০২৪ সালে এই রপ্তানির পরিমাণ ছিল ৩ হাজার ৭০০ কোটি ডলার। ফক্সকনের পাশাপাশি অ্যাপলের আরেক পণ্য সরবরাহকারী টাটা ইলেকট্রনিকসও একই মেয়াদে যুক্তরাষ্ট্রে আইফোন রপ্তানি বাড়িয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনা পণ্যে ৫৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের হুমকি দিলে অ্যাপল সাপ্লাই-চেইনে বড় পরিবর্তন আনে। চীনের বদলে ভারতে পণ্য তৈরি বাড়াতে শুরু করে। যুক্তরাষ্ট্রে ভারতীয় পণ্যের শুল্কের হার ১০ শতাংশ।

এ তো গেল যুক্তরাষ্ট্রের হিসাব। বাজার বিশ্লেষকদের ধারণা, ২০২৫ সালে গোটা বিশ্বে বিক্রি হওয়া আইফোনের ৩০ শতাংশই যাবে ভারত থেকে। আর সে কারণেই ভারতে কারখানা স্থাপনে ঝুঁকছে অ্যাপল। ট্রাম্প অবশ্য তাতেও আপত্তি জানিয়েছেন। অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুককে বলেছেন, ভারত কিংবা অন্য দেশে নয়, যুক্তরাষ্ট্রে অ্যাপলের কারখানা চান তিনি।

সংবাদটি পঠিত হয়েছে: ৫৩ বার

এ সম্পর্কিত আরও খবর