বৃহস্পতিবার

ঢাকা, ২৭ মার্চ ২০২৫

সর্বশেষ


লাইফস্টাইল

ভিভোর নতুন স্মার্টওয়াচে থাকছে ১০০টির বেশি স্পোর্টস মোড

প্রকাশ: ৩ জুন ২০২৪, দুপুর ৩:০২

টেকওয়ার্ল্ড প্রতিবেদক

Card image

ছবি: সংগৃহীত

গুচ্ছের হেলথ ট্র্যাকিং সাপোর্ট দিয়েছে ভিভো। হার্ট-রেট মনিটরিং, অক্সিজেন, স্লিপ মনিটরিং, স্ট্রেস মনিটরিং, মেয়েদের জন্য পিরিয়ড ট্র্যাকার-সহ একাধিক হেলথ ট্র্যাকিং ফিচার পাওয়া যাবে। ১০০টির বেশি স্পোর্টস মোড রয়েছে স্মার্টওয়াচে। নিয়মিত যারা শরীরচর্চা করেন, তাদের জন্য এটি দারুণ কার্যকরী ডিভাইস হতে পারে।

ভিভো এস১৯ সিরিজ স্মার্টফোনের সঙ্গে অত্যাধুনিক স্মার্টওয়াচ বাজারে ছেড়েছে ভিভো। মডেল ভিভো ওয়াচ জিটি স্মার্টওয়াচ। স্মার্টওয়াচটি ই-সিম সাপোর্ট করতে সক্ষম। সেসাথে এতে রয়েছে হেলথ ট্র্যাকিং, কলিং সুবিধাসহ ১০০টির বেশি স্পোর্টস মোড।

ভিভো’র দাবি, এক চার্জে ২১ দিন চলবে এই স্মার্টওয়াচ। ১.৯৮৫ ইঞ্চি অ্যামোলেড প্যানেলসহ রয়েছে ২.৫ডি কার্ভড ডিসপ্লে।

স্টেইনলেস স্টিল দিয়ে তৈরি এই ঘড়ির রেজ্যুলিউশন ৩৯০*৪৫০ পিক্সেল। এই ডিভাইসে এআই ওয়াচ ফেস সেট করতে পারবেন। এছাড়া ইউজার ভয়েস কমান্ডের মাধ্যমেও ওয়াচ ফেস সেট করতে পারবেন। এতে অলওয়েজ অন ডিসপ্লে সুবিধাও রয়েছে।

গুচ্ছের হেলথ ট্র্যাকিং সাপোর্ট দিয়েছে ভিভো। হার্ট-রেট মনিটরিং, অক্সিজেন, স্লিপ মনিটরিং, স্ট্রেস মনিটরিং, মেয়েদের জন্য পিরিয়ড ট্র্যাকার-সহ একাধিক হেলথ ট্র্যাকিং ফিচার পাওয়া যাবে। ১০০টির বেশি স্পোর্টস মোড রয়েছে স্মার্টওয়াচে। নিয়মিত যারা শরীরচর্চা করেন, তাদের জন্য এটি দারুণ কার্যকরী ডিভাইস হতে পারে।

ঘড়িটির সবথেকে বড় আকর্ষণ ই-সিম সাপোর্ট। ধরুন, পকেটে ফোন নেই কিন্তু আপনাকে দরকারি কল করতে হবে, তার জন্য এতে পাবেন ই-সিম সাপোর্ট। ট্রেন, বাস, ট্যাক্সি, সিনেমা ইত্যাদি অ্যাক্টিভিটির আপডেটও পাওয়া যাবে।

এতে রয়েছে এআই নয়েস ডিটেকশন ফিচার। স্মার্টওয়াচে ৫০৫ এমএএইচ ব্যাটারি দিয়েছে ভিভো। কোম্পানির দাবি অনুযায়ী, এক চার্জে ২১ দিন স্ট্যান্ডাবাই মোড এবং সাধারণ ব্যবহারে ১০ দিন চলতে পারবে। ৩৩ গ্রাম ওজনের এই ঘড়িতে ব্লুটুথ, জিপিএস, এনএফসি, কিউআর কোড পেমেন্ট-সহ একাধিক কানেক্টিভিটির সুবিধা রয়েছে।

সংবাদটি পঠিত হয়েছে: ৩২৮ বার

এ সম্পর্কিত আরও খবর